রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

Story

-আপনার কি ফুলের বাগান আছে?
-না।তবে বারান্দায় ফুল গাছ আছে অনেক গুলি।
-তাই!! কোন ফুল আপনার প্রিয়?
-রজনীগন্ধা
-তবে ভাব্বেন
ভালবাসাটা হলো রজনীগন্ধা ফুলটার মতোই!!
-কেনো?
-কারণ। সুন্দর জিনিস সবাই
ভালবাসে এবং কাছে পেতে চায়,আলতো করে রাখে।
ঠিক ভালবাসাটাও এমন।
-ঠিক বলছেন।আমি আপনার সাথে একমত।
,
রনিতের পরিচিত একজনের সাথে এভাবেই
কথা হচ্ছিল। রনিতের সাথে যদিও
সামনা সামনি দেখা হয় নাই।কিন্তু তারা খুব
মেচুয়ার্ড।দুজনেই যে যেটা বুজে না,
বুজিয়ে দেয়।
,
কিন্তু বিষয় গুলো রোমান্টিক। হঠাৎ একদিন
একজন পোস্ট দিলো,তার জিএফের
ম্যাসেজ,বোনকে দিয়ে রগরগা মুডে স্ট্যাটাস।
,
কিন্তু ব্যাপারটা হাস্যকর হলেও অভিমানের
ছিল বটে।কিন্তু অনি রনিতকে প্রশ্ন করলো,
যদি
ফুল গাছে পানির বদলে বিষ দিয়ে ফেলেন
তবে গাছটি বাঁচাবেন কি করে?
,
রনিতের নো সমস্যা সে সরাসরি উত্তর,
গাছটিকে ডাক্তারের কাছে নিবো।
অনি কিছুটা বিস্মিত!!রনিত গাছের
ডাক্তারকে কি বলে?
গাছুরে!!
,
-
তুমি না কৃষি নিয়ে পড়ছো তবে তুমি কি গাছের
ডাক্তার মানে গাছুরে নও?
-ওইহ কি বলো এসব!!
,
হঠাৎ দুজনেই চুপ
কারণ তারা এমনিতেই
আপনি করে ডাকাটা হারিয়ে ফেলল।এখন
তুমি তুমি কথাবার্তা।রনিত
হয়তো বেপারটা একরকম মেনেই নিল।
,
অনি আর রনিত দুজনেই এক পার্কে গেল।
যেয়ে দেখল প্রজাপ্রতির মেলা।
অনি বলছে প্রজাপ্রতির কয়টা ডানা বলতো!!
কয়টা আবার দুটো!!
,
তুমি যদি একটা ডানা হও,তবে প্রজাপতিটার
আর একটা ডানা থাকবে।
সেটা ছাড়া কি উড়তে পাড়বা?্
,
হয়তো না। তবে খুব পেতে ইচ্ছে করবে উড়ার
জন্য আর খুঁজবো অন্য পাখাকে।
যদি ডানাটা তোমার তরে আসে কি করবা?
,
কিছু না যাস্ট তাকে কাছে আসতে বলবো।
অনি তখন কি বলবে বুচ্ছিল না।
তবে অনি রনিতের কাছে এল তবে দুরে।
মানে একদম কাছে নয়!!
,
রনিত বলছে তুমি কি ডানা পেয়েছে?হুম।
আমি যদি তোমার ডানা হই!!
তবে জোড়া লাগাবেতো!!রনিত কিছু
না ভেবে তাকে কাছে টেনে নিল।
,
কিন্তু একটা সমস্যা ছিল।
মৌমাছিরা যে সমস্যা করতে পারে!!তখন!!
,
-তখন কিছু না আমি যোগ্য
হয়ে উঠবো তোমার।
-হুম অপেক্ষায় রইলাম।

@
লিখাঃ
শেষ সন্ধ্যার কবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন