ছেলেটা হাত কেটে ফেললো,
মেয়েটা ঘুমের ঔষধ খেলো,
অনেক হাস্যকর কথা তাই না।
এইগুলা শুনে হাসা বা মজা করার
মানুষের অভাব নেই।
এইগুলো খুব নিম্নমানের কাজ,
এইগুলো কোনো সমাধান না,
ছেলেটা বা মেয়েটার
দিকে তাকিয়ে উপহাস করার মানুষের অভাব নেই।
কিন্তু কেউ চিন্তা করে না,,
কেন ছেলেটা চোখ বন্ধ করে হাতে
চেপে ধরলো ব্লেড টা।
কেন মেয়েটা দোকানে দোকানে ঘুরে
ঘুমের ঔষধ নিল।
বেশি যন্ত্রনা না হলে কেউ
নিজেকে কষ্ট দেয় না,
ছেলেটা হাতের রক্তক্ষরণটা কে
মনের রক্তক্ষরণের রূপক
হিসেবে দেখাচ্ছিল।
হয়তো মেয়েটার ঘুম কেউ
কেড়ে নিয়েছিল,
হয়তো একটু সুখ খোঁজার জন্য বেছে
নিয়েছিলো ঘুমের ঔষধ।
কেউ তাদের গল্প জানে না,
কেউ জানার চেষ্টা করে না।
কেউ তাদের মাথায় হাত রাখে না,
কেউ বলে না,
খুব কষ্ট পেয়েছিলে তাই না।
কেউ বলে না।
আসলে এইটা বলার মানুষের খুব অভাব।
একটু খোঁজো না তাদের,
একটু রাখো না তাদের মাথায় হাত।
ওদের কষ্টটা একটু ভাগ করে নাও না।
হয়তোবা তারা তাদের না বলা কথা তোমায়
বলে হাতের ব্লেড টা ফেলে দিবে,,
ফেলে দিবে ঘুম পাড়ানির ঔষধ।
এই কর্মময় পৃথিবীতে গল্প শোনার
মানুষের খুব অভাব।
খুব।
মেয়েটা ঘুমের ঔষধ খেলো,
অনেক হাস্যকর কথা তাই না।
এইগুলা শুনে হাসা বা মজা করার
মানুষের অভাব নেই।
এইগুলো খুব নিম্নমানের কাজ,
এইগুলো কোনো সমাধান না,
ছেলেটা বা মেয়েটার
দিকে তাকিয়ে উপহাস করার মানুষের অভাব নেই।
কিন্তু কেউ চিন্তা করে না,,
কেন ছেলেটা চোখ বন্ধ করে হাতে
চেপে ধরলো ব্লেড টা।
কেন মেয়েটা দোকানে দোকানে ঘুরে
ঘুমের ঔষধ নিল।
বেশি যন্ত্রনা না হলে কেউ
নিজেকে কষ্ট দেয় না,
ছেলেটা হাতের রক্তক্ষরণটা কে
মনের রক্তক্ষরণের রূপক
হিসেবে দেখাচ্ছিল।
হয়তো মেয়েটার ঘুম কেউ
কেড়ে নিয়েছিল,
হয়তো একটু সুখ খোঁজার জন্য বেছে
নিয়েছিলো ঘুমের ঔষধ।
কেউ তাদের গল্প জানে না,
কেউ জানার চেষ্টা করে না।
কেউ তাদের মাথায় হাত রাখে না,
কেউ বলে না,
খুব কষ্ট পেয়েছিলে তাই না।
কেউ বলে না।
আসলে এইটা বলার মানুষের খুব অভাব।
একটু খোঁজো না তাদের,
একটু রাখো না তাদের মাথায় হাত।
ওদের কষ্টটা একটু ভাগ করে নাও না।
হয়তোবা তারা তাদের না বলা কথা তোমায়
বলে হাতের ব্লেড টা ফেলে দিবে,,
ফেলে দিবে ঘুম পাড়ানির ঔষধ।
এই কর্মময় পৃথিবীতে গল্প শোনার
মানুষের খুব অভাব।
খুব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন