রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

অনুগল্প:ত্রিয়ান্ত্রী

অনুগল্প: ত্রিয়ান্ত্রী


সেদিন বিকেলে ত্রিয়ান্ত্রী আমায় ডেকেছিলো। সে ডাক অগ্রাহ্য করার মতো না। আমি ওর ডাকে সাড়া দিই, আমি চরম ভুল করি!
সেদিন বিকেলে আমি আর ও একসাথে হেটেছিলাম। কলেজে আমরা দুবছর পড়েছি, কখনো একসাথে হাটা হয়নি। ইনফেক্ট আমাদের কথাই হয়নি ঠিক মতো। আমি ক্লাসের চকলেট বয় ছিলাম, আর ত্রিয়ান্ত্রী দশ্যি মেয়ে। দশ্যি মেয়েরা বোকা ছেলে পছন্দ করে, আমি কোন কালেই চালাক ছিলাম না। এটাই কি আমাকে পছন্দ করার কারন? নাকি চেহারা? আমার ক্রিয়েভেটি, বা আমি ভালো গল্প লিখি তাই?
সেদিন বিকেলে বৃষ্টি হয়নি। সেদিন কড়া রোদ ছিলো। এটা যদি গল্প হতো তাহলে আমি সেদিন বৃষ্টিতে শহর চুবিয়ে দিতাম। ত্রিয়ান্ত্রী আর আমাকে বৃষ্টিতে ভিজাতাম। এটা গল্প হলে ওর নাম ত্রিয়ান্ত্রী হতো না, অন্য কিছু হতো। এটা গল্প না, এটা ঘটনা। আর তাই আমি রোমান্টিক প্রেমিকদের মতো বৃষ্টিতে ভিজিনি, আমি বৃষ্টির প্রয়োজনীয়তাও অনুভব করেছি বলে মনে হচ্ছে না। আমি বরং ঘামছিলাম।
ত্রিয়ান্ত্রী বাদাম ছিলে ফু দিয়ে খোসা উড়িয়ে দিচ্ছিলো। সেগুলো উড়ে এসে আমার চোখে মোখে ঠোটে পড়লো। ত্রিয়ান্ত্রী নিজ হাতে সেগুলো সরিয়ে দিলো। আমি হীম হয়ে যাচ্ছিলাম, আমি জমে যাচ্ছিলাম। বিশ্বাস করুন, সেদিন শহরে নিম্নতম শীত ছিলো। তবে কি ত্রিয়ান্ত্রী সাথে থাকার কারনেই আমি জমে যাচ্ছিলাম? আমি কি ওর প্রেমে পড়েছি? বা ওর প্রেম আমার উপর?
সেদিন ত্রিয়ান্ত্রী আমায় ডেকেছিলো। ও আমার হাত ধরে ছিলো। সন্ধ্যায় যখন নিওন জলে উঠলো, ও তখন হঠাৎ আমায় জড়িয়ে ধরলো। আমি লেকের পাশের লাল ইটের দেয়ালে হেলান দিয়ে দাড়িয়ে ছিলাম। ত্রিয়ান্ত্রী আমায় দেয়ালে ঠেঁস দিয়ে ধরলো। ওর গা থেকে বুনো গন্ধ আসছে। আমার মাতাল মাতাল লাগছে। ও কিছু একটা চাচ্ছে, ও একটা অপার্থিব অনুভূতি চাচ্ছে। আমি এই অনুভূতির জন্য উপযুক্ত নই! আমি কি করবো। আমি কি করি!
আমি ভুল করলাম। আমি চরম ভুল করলাম। আমি ত্রিয়ান্ত্রীকে অনুভূতি ধার দিলাম, নাকি ওর কাছ থেকে নিলাম ক্লিয়ার না। আমি রোজ সন্ধ্যায় ওকে চাই! ত্রিয়ান্ত্রীর স্পর্শ ছাড়া সন্ধ্যার থমকে যাওয়া শহর অর্থহীন। ও ছাড়া নিওন আলো সাদা-কালো…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন