My Little Sister
- ভাইয়াআআআআ
রুমে বসে আছি। দরোজার বাহির
থেকে ছোট বোনের আদুরে গলায় ডাক।
আমার জায়গায় অন্য কেউ হলে এই
ডাকে শুনে ভাইয়ের প্রতি বোনের
প্রেম ভেবে ভালোবাসায়
মাখামাখি খাবে। আমি এই ধরনের
ডাকে আতকে উঠি। এই ডাক অনেকটা ,
খাওয়ার উদ্যেশ্যে বাড়ির
পোষা মুরগীকে জবাই
আগে যে ভাবে ডাকা হয় তেমন।
- বল
- ভেতরে আসি?
- আগে রুমের বাহিরে যা তারপর রুমের
ভিতের আসার অনুমতি নে।
ছোটবোন কথায়
লজ্জা পেলো কিনা বুঝলাম না।
তবে হাসির ধরনটা দেখে বুকে ছ্যাত
করে উঠলো।
- ভাইয়াআআ বসি?
- হু
- দেখ ভাইয়া এসব কিন্তু একদম ঠিক না।
তুই করিস বিধায় আমি সুযোগ পাই
- কি করলাম আমি?
আমার কথায় ছোটবোন মুচকি হাসলো।
অবাক হয়ে খেয়াল করলাম আমার বাম
চোখ লাফাচ্ছে। আসন্ন বিপদ ভয়ানক !
- কম্পিউটারে গান শুনছিলি?
- হু
- এই দিনে এসব গান শুনে কেউ? জানিস
না আম্মু কত কিছু ভেবে বসে
- ঝাইড়া কাশ দোলা।
আম্মুরে কি বুঝাইছিস?
- তেমন কিছু না। তোর গান শুনে আম্মু
ভাবছে তুই বিশাল কষ্টে আছিস
- তারপর, তুই কি বলছিস আম্মারে?
- তেমন কিছু না। আম্মু তো অনেক দূরের
কথা ভাবছে। মনে করছে তুই প্রেম
করে ছ্যাকা খাইছিস
- এসব আম্মা তোরে বলছে !!
- উহু আমি ধারনা করলাম ।
পরে আম্মারে সে টেনশন
থেকে মুক্তি দিলাম।
বুঝিয়েছি চিন্তার কিছু নেই
- কি বুঝাইছিস ?
- এই যে তুই ছ্যাকা খাস না জাস্ট প্রেম
করিস । ঝগড়া চলতেছে তাই মন খারাপ
- আম্মা কি বলল?
- তেমন কিছু না। চার্জে থেকে তোর
মোবাইল নিয়ে আমার
হাতে দিলো চ্যাক করতে?
- তুই কি প্যাচ লাগাইছিস?
- আমারে তোর এত খারাপ মনে হয়?
আমি শুধু কয়েকটা ম্যাসেজ
পড়ে শুনাছি ব্যাস
-
- শোন মন খারাপ করিস। কতবার
বলছি পিসিতে আমি যখন গান
শুনবো তখন ডিস্টার্ব না করতে। তুই
শুনছি আমার কথা? শুনলে তোর গান
শোনা লাগত না। আর আম্মু এসব ভাবতো ও
না। শোন একটা উপদেশ দেই
- হু
- মোবাইল সব সময় পাসওয়ার্ড দিয়ে লক
করে রাখবি। যাতে আমি চাইলেও কিছু
দেখতে না পারি। আর
হ্যা পারলে আরেকটা সিম নিস
আপুকে দেখানোর জন্য
- কেনো?
- তোর মোবাইল যখন আমার হাতে আপু
ফোন দিছিল। আমি তাড়াহুড়ায় বলছি তুই
অন্য ফোনে বিজি অনেক্ষণ ধরে।
-
- টেনশন করিস না। আপু জাস্ট
তোরে সন্দেহ করছে। রাগ করে নাই
বোধহয়। পারলে নতুন সিম নিস।
না হলে আপু ভাববে আমি মিথ্যে বলছি।
আরেকটা কথা , এর পর
থেকে সাবধানে থাকবি। আর
হ্যা আমার সাথে ঝগড়া করিস না।
জানিস তো তোকে কত্ত ভালোবাসি।
রুমে বসে আছি। দরোজার বাহির
থেকে ছোট বোনের আদুরে গলায় ডাক।
আমার জায়গায় অন্য কেউ হলে এই
ডাকে শুনে ভাইয়ের প্রতি বোনের
প্রেম ভেবে ভালোবাসায়
মাখামাখি খাবে। আমি এই ধরনের
ডাকে আতকে উঠি। এই ডাক অনেকটা ,
খাওয়ার উদ্যেশ্যে বাড়ির
পোষা মুরগীকে জবাই
আগে যে ভাবে ডাকা হয় তেমন।
- বল
- ভেতরে আসি?
- আগে রুমের বাহিরে যা তারপর রুমের
ভিতের আসার অনুমতি নে।
ছোটবোন কথায়
লজ্জা পেলো কিনা বুঝলাম না।
তবে হাসির ধরনটা দেখে বুকে ছ্যাত
করে উঠলো।
- ভাইয়াআআ বসি?
- হু
- দেখ ভাইয়া এসব কিন্তু একদম ঠিক না।
তুই করিস বিধায় আমি সুযোগ পাই
- কি করলাম আমি?
আমার কথায় ছোটবোন মুচকি হাসলো।
অবাক হয়ে খেয়াল করলাম আমার বাম
চোখ লাফাচ্ছে। আসন্ন বিপদ ভয়ানক !
- কম্পিউটারে গান শুনছিলি?
- হু
- এই দিনে এসব গান শুনে কেউ? জানিস
না আম্মু কত কিছু ভেবে বসে
- ঝাইড়া কাশ দোলা।
আম্মুরে কি বুঝাইছিস?
- তেমন কিছু না। তোর গান শুনে আম্মু
ভাবছে তুই বিশাল কষ্টে আছিস
- তারপর, তুই কি বলছিস আম্মারে?
- তেমন কিছু না। আম্মু তো অনেক দূরের
কথা ভাবছে। মনে করছে তুই প্রেম
করে ছ্যাকা খাইছিস
- এসব আম্মা তোরে বলছে !!
- উহু আমি ধারনা করলাম ।
পরে আম্মারে সে টেনশন
থেকে মুক্তি দিলাম।
বুঝিয়েছি চিন্তার কিছু নেই
- কি বুঝাইছিস ?
- এই যে তুই ছ্যাকা খাস না জাস্ট প্রেম
করিস । ঝগড়া চলতেছে তাই মন খারাপ
- আম্মা কি বলল?
- তেমন কিছু না। চার্জে থেকে তোর
মোবাইল নিয়ে আমার
হাতে দিলো চ্যাক করতে?
- তুই কি প্যাচ লাগাইছিস?
- আমারে তোর এত খারাপ মনে হয়?
আমি শুধু কয়েকটা ম্যাসেজ
পড়ে শুনাছি ব্যাস
-
- শোন মন খারাপ করিস। কতবার
বলছি পিসিতে আমি যখন গান
শুনবো তখন ডিস্টার্ব না করতে। তুই
শুনছি আমার কথা? শুনলে তোর গান
শোনা লাগত না। আর আম্মু এসব ভাবতো ও
না। শোন একটা উপদেশ দেই
- হু
- মোবাইল সব সময় পাসওয়ার্ড দিয়ে লক
করে রাখবি। যাতে আমি চাইলেও কিছু
দেখতে না পারি। আর
হ্যা পারলে আরেকটা সিম নিস
আপুকে দেখানোর জন্য
- কেনো?
- তোর মোবাইল যখন আমার হাতে আপু
ফোন দিছিল। আমি তাড়াহুড়ায় বলছি তুই
অন্য ফোনে বিজি অনেক্ষণ ধরে।
-
- টেনশন করিস না। আপু জাস্ট
তোরে সন্দেহ করছে। রাগ করে নাই
বোধহয়। পারলে নতুন সিম নিস।
না হলে আপু ভাববে আমি মিথ্যে বলছি।
আরেকটা কথা , এর পর
থেকে সাবধানে থাকবি। আর
হ্যা আমার সাথে ঝগড়া করিস না।
জানিস তো তোকে কত্ত ভালোবাসি।
-
-
======শেষ সন্ধ্যার কবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন