"পাগলীটা আমার"
-----------------------
=হ্যালো?
:হুম বল.....
=কি করছ?
:তুমি জাননা এখন কি করতে হয়?আর এত
রাতে কেউ ফোন করে নাকি?আচ্চা,বলত
তুমি কবে বড় হবে?
=স্যারি আমার মস্ত ভূল হয়ে বাবা।যাও
তোমায় আর জালাবোনা।বাই,
ভাল থেক।
:এই,ফোন রাখবা না কিন্তু বলছি?
কি মনে কর তুমি নিজেকে?
এইভাবে আমারেই জালাতন
করবা আবার আমারেই কষ্ট দিয়ে
চলে যাবা তাইনা
( Befuddle emoticon)
=আচ্ছা এবারের মত যাচ্ছিনা।কিন্তু আবার
যদি এমন কর তাহলে কিন্তু সব কথা তোমার
আব্বুকে বলে দিব তখন বুঝবা জ্বালা কি...
(confused emoticon)
(মনে মনে ভাবতাছি হাই আল্লাহ
এ মুই কার প্রেমে পড়লাম
যে আমারেই ফাসায় আবার আমারেই
ভত্তা বানায়।এমন মেয়ে যেন কারোর
ভাগ্যে না হয়)
------------------
আর একদিন
=কি করছ তুমি?
:এইত ফেসবুকিং করতেছিলাম।
=কি বললা তুমি?আমার কাছ থেইকা
তুমি পার্মিশন না নিয়া ফেসবুকে?
দঁড়াও এখনি তোমার আব্বুকে বলব..
(কি দিয়া এরে তুমি পয়দা করলা গো আল্লাহ।
খালি বাপের কাছে নালিশের ভয়।কথায়
আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত
হয়।আমার বেলায়ও দেখছি তাই হচ্ছে)
=আচ্ছা এখন একটু আসতে পারবা?
:কোথায়?
=ক্যাম্পাসে......
:এখন?কি করছ ঐখানে?
=এত কথা না বলে আসো।
:আচ্ছা আসছি।
=তাহলে এবার আসি।তুমি চলে যাও।
(নিজেকে এখন মনে হচ্ছে কচু গাছের
সাথে লটকায়্যা দিই।এ কার সাথে প্রেম
দিছ মা'বুদ।এযে আমার অবস্থাই নাস্তানাবুদ
করে দিল)
(sad emoticon)
:তাইলে আমারে এভাবে আসতে বললা কেন?
=আসলে তোমারে খুব
দেখতে ইচ্ছে করতেছিল।বাই!
(এখন মনে হইতেছে এক গ্লাস সুইসাইড
খাইয়া মরে যাই)
--------------------
আর এক দিন
=আচ্ছা আমাদের বিয়ের
পরে কে রান্না করবে?তুমি?
:কি কও।তুমিই না বউ হবা।
তাইলে আমি রান্না করব ক্যান?
=কি বললা?রান্না করবানা মানে।আমি সুধু
নাটক দেখব।
তুমি রান্না করে আমাকে খাওয়াবা আর
আদর করবা।
:আর চাকরি করবে কে?
=কেন তুমি।আর হ্যা প্রতিমাসের
টাকা কিন্তু আমায় দিবা।আমার কাছ
থেকে নিয়ে খরচ করবা।
(:এই মাইয়্যার কি স্ক্রু একটা লুজ
আছে নাকি কি বলে এইসব)
একদিন ঘুমিয়ে আছি।হঠাত
দেখি পাগলীটা ঘরের মধ্য
এসে জোরে জোরে ধাক্কা মারছে আর
বলছে এই তাড়াতাড়ি উঠ
বিয়ে করতে হবে ত।
(আমি তো পুরাই শকড।মাইয়্যা কই কি?আর
আসলই বা কিভাবে।মা দেখেনিত।)
ওরে বললাম যে কিভাবে আইছো।ও
অকপটে বলে দিল যে আমার
বাবা বিয়ে ঠিক
করে ফেলেছে ইয়া মোটা এক
ভুঁড়িওয়ালার সাথে।তাই চলে আসলাম আর
তোমার বাবাকে সব বলছি।
------------------
এইবারই খাইছে।মাইয়্যাত জায়গা মত হাত
দিছে।পরনের
লুংগি খুলে যাবে যাবে ভাব।ওরে নিয়েই
নিচে গেলাম।
গিয়ে দেখি যে কাজী সাহেব
বসে আছেন।দেহ থেকে জান যায় যায়
অবস্থা।বাবা দেখে স্মিত হাসলেন।
বুঝলামনা কিছু।এরপরে আস্তে আস্তে সব
কিছুই শেষ হল। রাতে বাবা বলল
যে মেয়েটা অনেক ভাল।এবার
পাগলীটার জন্য মনে মায়া হল।
---------------
এখন বাসর রাতে বসে আছি।একটু গল্প করব
তা না ও বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে।
ঘুমিয়েই গেলাম।হঠাথ দেখি শরীরে লেপ
নাই।পাশে ওউ নাই।পরে দেখি ও গায়ের
উপর পানির ছিটা দিল আর বলল চল গোসল
করতে হবে।মাথায়ত রীতিমতো বাজ পড়ল।
কই কি মাইয়্যা?ভাবনার বিচ্ছেদ
ঘটিয়ে বলল কি হল চল।বাবা মা উঠার
ভয়ে সেই গোসল করতেই হল।আবার
একসাথে
নামাজ পড়লাম।
সকালে ঘুম
থেকে উঠে দেখি যে পাগলীটা মাকে রান্নার
কাজে সাহায্য করছে।দেখে ভালই লাগল।
কিন্তু মুখের অবস্থা একেবারেই
খারাপ,কালি ভরা।রান্না শেষে যখন এল
তখন কাছে টেনে নিলাম আর হাত
দিয়ে কালিগুল পরিষ্কার করতে লাগলাম।
হঠাথ বলল যে "ছাড়,অনেক কাজ আছে।
মাকে সাহায্য করতে হবে"।
মনে মনে ভাবছি যে এই কি সেই মেয়ে?
পাগলী আমার।বডড ভালবাসি ওকে।হঠাথ
পেছন থেকে কেউ একজন কান
টেনে ধরে বলল তখন তো কিছু বলিনি।এত
শয়তান কবে কবে হয়েছিস?
পেছনে ফিরে দেখি বাবা।
আসলে কথায় আছেনা "যেখানেই বাঘের
ভয় সেখানেই সন্ধে হয়"।এবার আমার
ক্ষেত্রেও তাই হয়েছে।জানিনা কত মার ই
না খেতে হয়............
-----------------------
________ শেষ সন্ধ্যার কবি
-----------------------
=হ্যালো?
:হুম বল.....
=কি করছ?
:তুমি জাননা এখন কি করতে হয়?আর এত
রাতে কেউ ফোন করে নাকি?আচ্চা,বলত
তুমি কবে বড় হবে?
=স্যারি আমার মস্ত ভূল হয়ে বাবা।যাও
তোমায় আর জালাবোনা।বাই,
ভাল থেক।
:এই,ফোন রাখবা না কিন্তু বলছি?
কি মনে কর তুমি নিজেকে?
এইভাবে আমারেই জালাতন
করবা আবার আমারেই কষ্ট দিয়ে
চলে যাবা তাইনা
( Befuddle emoticon)
=আচ্ছা এবারের মত যাচ্ছিনা।কিন্তু আবার
যদি এমন কর তাহলে কিন্তু সব কথা তোমার
আব্বুকে বলে দিব তখন বুঝবা জ্বালা কি...
(confused emoticon)
(মনে মনে ভাবতাছি হাই আল্লাহ
এ মুই কার প্রেমে পড়লাম
যে আমারেই ফাসায় আবার আমারেই
ভত্তা বানায়।এমন মেয়ে যেন কারোর
ভাগ্যে না হয়)
------------------
আর একদিন
=কি করছ তুমি?
:এইত ফেসবুকিং করতেছিলাম।
=কি বললা তুমি?আমার কাছ থেইকা
তুমি পার্মিশন না নিয়া ফেসবুকে?
দঁড়াও এখনি তোমার আব্বুকে বলব..
(কি দিয়া এরে তুমি পয়দা করলা গো আল্লাহ।
খালি বাপের কাছে নালিশের ভয়।কথায়
আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত
হয়।আমার বেলায়ও দেখছি তাই হচ্ছে)
=আচ্ছা এখন একটু আসতে পারবা?
:কোথায়?
=ক্যাম্পাসে......
:এখন?কি করছ ঐখানে?
=এত কথা না বলে আসো।
:আচ্ছা আসছি।
=তাহলে এবার আসি।তুমি চলে যাও।
(নিজেকে এখন মনে হচ্ছে কচু গাছের
সাথে লটকায়্যা দিই।এ কার সাথে প্রেম
দিছ মা'বুদ।এযে আমার অবস্থাই নাস্তানাবুদ
করে দিল)
(sad emoticon)
:তাইলে আমারে এভাবে আসতে বললা কেন?
=আসলে তোমারে খুব
দেখতে ইচ্ছে করতেছিল।বাই!
(এখন মনে হইতেছে এক গ্লাস সুইসাইড
খাইয়া মরে যাই)
--------------------
আর এক দিন
=আচ্ছা আমাদের বিয়ের
পরে কে রান্না করবে?তুমি?
:কি কও।তুমিই না বউ হবা।
তাইলে আমি রান্না করব ক্যান?
=কি বললা?রান্না করবানা মানে।আমি সুধু
নাটক দেখব।
তুমি রান্না করে আমাকে খাওয়াবা আর
আদর করবা।
:আর চাকরি করবে কে?
=কেন তুমি।আর হ্যা প্রতিমাসের
টাকা কিন্তু আমায় দিবা।আমার কাছ
থেকে নিয়ে খরচ করবা।
(:এই মাইয়্যার কি স্ক্রু একটা লুজ
আছে নাকি কি বলে এইসব)
একদিন ঘুমিয়ে আছি।হঠাত
দেখি পাগলীটা ঘরের মধ্য
এসে জোরে জোরে ধাক্কা মারছে আর
বলছে এই তাড়াতাড়ি উঠ
বিয়ে করতে হবে ত।
(আমি তো পুরাই শকড।মাইয়্যা কই কি?আর
আসলই বা কিভাবে।মা দেখেনিত।)
ওরে বললাম যে কিভাবে আইছো।ও
অকপটে বলে দিল যে আমার
বাবা বিয়ে ঠিক
করে ফেলেছে ইয়া মোটা এক
ভুঁড়িওয়ালার সাথে।তাই চলে আসলাম আর
তোমার বাবাকে সব বলছি।
------------------
এইবারই খাইছে।মাইয়্যাত জায়গা মত হাত
দিছে।পরনের
লুংগি খুলে যাবে যাবে ভাব।ওরে নিয়েই
নিচে গেলাম।
গিয়ে দেখি যে কাজী সাহেব
বসে আছেন।দেহ থেকে জান যায় যায়
অবস্থা।বাবা দেখে স্মিত হাসলেন।
বুঝলামনা কিছু।এরপরে আস্তে আস্তে সব
কিছুই শেষ হল। রাতে বাবা বলল
যে মেয়েটা অনেক ভাল।এবার
পাগলীটার জন্য মনে মায়া হল।
---------------
এখন বাসর রাতে বসে আছি।একটু গল্প করব
তা না ও বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে।
ঘুমিয়েই গেলাম।হঠাথ দেখি শরীরে লেপ
নাই।পাশে ওউ নাই।পরে দেখি ও গায়ের
উপর পানির ছিটা দিল আর বলল চল গোসল
করতে হবে।মাথায়ত রীতিমতো বাজ পড়ল।
কই কি মাইয়্যা?ভাবনার বিচ্ছেদ
ঘটিয়ে বলল কি হল চল।বাবা মা উঠার
ভয়ে সেই গোসল করতেই হল।আবার
একসাথে
নামাজ পড়লাম।
সকালে ঘুম
থেকে উঠে দেখি যে পাগলীটা মাকে রান্নার
কাজে সাহায্য করছে।দেখে ভালই লাগল।
কিন্তু মুখের অবস্থা একেবারেই
খারাপ,কালি ভরা।রান্না শেষে যখন এল
তখন কাছে টেনে নিলাম আর হাত
দিয়ে কালিগুল পরিষ্কার করতে লাগলাম।
হঠাথ বলল যে "ছাড়,অনেক কাজ আছে।
মাকে সাহায্য করতে হবে"।
মনে মনে ভাবছি যে এই কি সেই মেয়ে?
পাগলী আমার।বডড ভালবাসি ওকে।হঠাথ
পেছন থেকে কেউ একজন কান
টেনে ধরে বলল তখন তো কিছু বলিনি।এত
শয়তান কবে কবে হয়েছিস?
পেছনে ফিরে দেখি বাবা।
আসলে কথায় আছেনা "যেখানেই বাঘের
ভয় সেখানেই সন্ধে হয়"।এবার আমার
ক্ষেত্রেও তাই হয়েছে।জানিনা কত মার ই
না খেতে হয়............
-----------------------
________ শেষ সন্ধ্যার কবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন