শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

___ভ্যালেন্টাইন ডে উপলক্ষে___

___ভ্যালেন্টাইন ডে উপলক্ষে___

.
.
.
১৩ই ফেব্রুয়ারি রাত ১০ টা।
:
--হ্যালো জানু(ছেলে)
:
--হ্যা জানু বল(মেয়ে)
:
--কি কর।
:
--এইত পড়ার টেবিলে বসে আছি।
তুমি কি কর।
:
--আমি আমার পাখিটার
সাথে কথা বলছি।আচ্ছা জানু বলত আজ
কি ডে।
:
--কি ডে(জেনেও না জানার ভান)
:
--আজ হচ্ছে কিস ডে।আচ্ছা একটা কিস
করি।
:
--যা দুষ্ট।সব সময় দুষ্টামি করে শুধু।
:
--বলত জানু কালকে কি ডে।
:
--কি ডে(পুনরায় জেনেও না জানার ভান)
:
--কালকা ভ্যালেন্টাইন ডে।জান
কালকা কি হয়।
:
--কি হয়।
:
--কালকে সব বয়ফ্রেন্ড তার
গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়।
তুমি ঘুরতে যাবা না আমার সাথে।
:
--যাব কিন্তু একটা শর্ত আছে।
:
--একটা কেন?হাজারটা শর্ত বল না।
কি শর্ত বল।
:
--কালকে আমাকে কিছু
শপিং করে দিতে হবে।
:
--আচ্ছা ঠিক আছে।
:
:
:
অতঃপর ছেলেটি বাবার পকেট
থেকে টাকা চুরি করে গার্লফ্রেন্ডকে শপিং করে দেয়
এবং পার্কের নির্জন কোন এক স্থানে একটু
নোংরামির মাধ্যমে দিনটা পালন করে।
:
:
:
:
আসলে ভ্যালেন্টাইন
ডে বলতে আমরা বুঝি বয়ফ্রেন্ডের
সাথে গার্লফ্রেন্ডের ঘুরা ঘুরি।হাত
ধরাধরি।আর একটু নোংরামি।
আসলে ভ্যালেন্টাইন ডে অর্থ কি?
ভ্যালেন্টাইন ডে অর্থ হচ্ছে,"বিশ্ব
ভালবাসা দিবস"।যেখানে মা-বাবা,ভাই-
বোন,দাদা-
দাদী সবাইকে বুঝানো হয়েছে।শুধু
বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর
ভালবাসাকে বুঝানো হয়নি
:
:
:
লেখক:-RJ Rajesh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন