স্বপ্নটা
÷÷÷÷÷÷÷লেখক: একটি নিরব ছেলে
…এই যে মহারাজ, এতক্ষণ হল কেন?…সরি সোনামনি, একটু দেরি হয়ে গেল।
…হুঁ। আমার সাথে দেখা করতে আসলেই তোমার দেরি হয়। যাও কথা বলব না।
…এ দিকে তাকাও!!!!!
…ওয়াও, সাদা গোলাপ.........!!!!!
…হুমম
…আমার জন্য?
…না, আমার সোনামনির জন্য।
…ব্যাএএএএ।
…চোখ বন্ধ কর।
…হুমম।
…খোল......!
…ওয়াও! !!!! কনক ছাপা????
…এটা দেখ।
…পায়েল??? এতকিছু কেন করলে?
…এমনি।
…পরিয়ে দাও।
…এই যে....... দিলাম।
…ভালবাসি।
…কাকে?
…জানিনা। ন্যাকা ছেলে সেজেছে।
…হুমম।
…এই। এইদিকে ফির বলছি।
…কি?
…ভালবাসি।
…কাকে?
…ন্যাকা ছেলেটাকে।
…ভাল। তা ছেলেটার সাথে কি নতুন পরিচয়?
…কেঁদে দিব কিন্তু!!!!!!
…হুমমম।
…আবার??? এইদিকে তাকাতে বলছি না?? আমার দিকে তাকাও।
…হুমম। তাকালাম
…ভালবাসি
…কাকে?
…তোমাকে।
…অনেক ভালবাসি;
…কাকে?
…আমার সোনামনিকে।
…ব্যাএএএএ।
…একটা গান শুনবে?
…গান??? হুমমম শুনব। অনেকদিন তোমার কন্ঠে গান শুনিনা।
…কোনটা গাইব?
…আজতো ভেলাইনটাইন ডে। তোমার ইচ্ছামত কোনো ভালবাসার গান???
… হুমম।
" যখন নিঝুম রাতে
সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে
ঝিঝিরাও ঘুম!
আমি চাঁদের আলো হয়ে,
তোমার কালো ঘরে;
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি…......"
…এ কি??? প্রিতী.... প্রিতী ... কোথায় গেলে প্রিতী? ?? প্রিতী!!!!!!!
ঐ যে প্রিতী হেটে চলে যাচ্ছে। প্রীতি দাড়াও। প্লিজ প্রিতী দাড়াও।।।।
হঠাৎ ইটের সাথে হোচট খেয়ে পড়ে গেল ইমন।
মাথাটা ব্যাথা করছে ইমনের। নিজেকে অবিষ্কার করল খাটের এককোনে। এবং খাটের
পাশে দাড়ানো টেবিলের সাথে মাথাটা লেগে আঘাত পেল। সকাল হয়ে গেছে। স্বপ্নটা
এখনও চৌকাটের কোনে রয়েই গেল। হয়ত ঘুমিয়ে, না হয় সত্যি হয় না কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন