বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

বেশ কিছুদিন আগে দেখা একটা ঘটনার
পূনরাবৃত্তি ঘটলো আজও ।
সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট এ
জ্যামে আটকে আছি আমি । পাশের
রিক্সায় এক ভদ্রলোক ও ভদ্রমহিলা ।
দুজনেরই বয়স বেশি নয় । সহজেই অনুমেয়
বিয়ে হবার দুই তিন বছরের বেশি হয় নি
। ভদ্রলোকের কোলে একটি ফুটফুটে শিশু
। ভদ্রমহিলা ফোনে কথা বলছেন ।
হঠাত্ শিশুটি কাঁদতে শুরু করলো । বাবা
নানা ভাবে কান্না থামানোর
চেষ্টা করছেন কিন্তু কিছুতেই শিশুটির
কান্না থামছে না ।
মা বারবার তার সন্তানের দিকে
তাকাচ্ছেন আর তড়িঘড়ি করছেন
ফোনে কথা শেষ করার জন্যে । এদিকে
শিশুর কান্না আরো বেড়ে গেছে ।
বাবা কিছুতেই থামাতে পারছেন না

ততক্ষণে সবার নজর সেই রিক্সার দিকে

অবশেষে, তড়িঘড়ি করে ফোনে কথা
শেষ করে হন্তদন্ত হয়ে মা যখনই শিশুটি
কোলে নিলেন তখনই তার কান্না
থেমে গেলো ।
পরম আদরে মা জড়িয়ে নিলো প্রিয়
সন্তানকে ।
সাখে সাথেই হালকা করে আর একটু
কাঁদলেন শিশুটি । হয়তো অভিমান
হয়েছিলো মায়ের উপর । আর মায়ের
চোখের কোণে ঝিলিক দিলো এক
টুকরো রঙিন হাসি ।
সত্যিই পৃথিবীর সব সন্তানের জন্য
মায়ের কোলই একমাত্র নিরাপদ আশ্রয় ।

জ্যাম ছেড়ে দিয়েছে । রিক্সা ছুটছে
গন্তব্যে । হঠাত্ এক ভালো লাগার
শিহরণ বয়ে গেলো পুরো শরীর জুড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন